ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের ইফতার মাহফিলে পানি খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন। সহিংসতা এড়াতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর ছাত্রলীগের সভাপতি মিকাইল হোসেন হিমেলের সঙ্গে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সদস্য তফসিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে এই সংঘর্ষ জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভনের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পরে। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা বিচ্ছিন্ন ভাবে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। এতে ছুড়িকাঘাতসহ পাঁচ ছাত্রলীগের নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়। তাদের মধ্যে জয় হোসেন এবং মহসিন মোল্লাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহদের শরিরে ছুড়িকাঘাতসহ জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর পুরো শহরে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনা সর্ম্পকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন জানান, ‘ছাত্রলীগের ইফতার মাহফিলে পানি খাওয়াকে কেন্দ্র করে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এ নিয়ে আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিয়াউল হক জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন- ইফতার সামনে রেখে বিদেশিদের কাছে নালিশ করছে বিএনপি: ওবায়দুল কাদের



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews