বিশ বছর ধরে রুপালি পর্দায় তিনি শুধু অভিনয় করেননি, নির্ভীকভাবে ভেঙেছেন সৌন্দর্য আর নারীত্ব নিয়ে গড়ে ওঠা বহু স্টেরিওটাইপ। সেই বিদ্যা বালান এবার ভিন্ন লুকে পাঁচটি লুকে হাজির হয়েছেন ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে। প্রতিটি ছবি যেন কেবল স্টাইল স্টেটমেন্ট নয়, বরং একটি করে বার্তা-নিজের শরীর, চিন্তা ও স্বরকে ভালোবাসার সাহসী উচ্চারণ। কখনও হাই-ফ্যাশনের ছোঁয়া, কখনও মিনিমালিজম, আবার কখনও সাবলীল ক্যাজুয়াল; সবটুকু মিলিয়ে বিদ্যা যেন নিজেকেই উদযাপন করেছেন আত্মবিশ্বাস ও আত্মমর্যাদায়। এই শুটে বিদ্যা হাজির হয়েছেন পাঁচটি আলাদা লুকে-প্রতিটিই যেন তার জীবনের অভিজ্ঞতা, রুচি ও নিজস্ব স্টাইলকে তুলে ধরেছে আলাদা মাত্রায়। প্রতিটি পোশাক, সাজ ও ভঙ্গিমা মিলিয়ে যেন তিনি লিখেছেন নিজস্ব শক্তির ভাষ্য। ছবি: ফিল্মফেয়ারের ইনস্টাগ্রাম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews