কিন্তু ট্রাম্প প্রশাসন এমনটা হতে দেবে না বলে শনিবার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

টুইটারে নিজের ৫.৩৮ কোটি ফলোয়ারের উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, “সামাজিক মাধ্যমগুলো রিপাবলিকান ও রক্ষণশীল কণ্ঠগুলোর বিরুদ্ধে বৈষম্য করছে। উচ্চস্বরে ও স্পষ্টভাবে ট্রাম্প প্রশাসনের পক্ষে বলছি, আমরা এটি হতে দেব না।”

“তারা অনেক মানুষের অধিকার নিয়ে দেওয়া মতামত বন্ধ করে দিচ্ছে, একই সময়ে অন্যদের কিছুই করছে না।”

ষড়যন্ত্র তত্ত্ববিদ হিসেবে খ্যাত অ্যালেক্স জোনস-এর ভিডিও আর ছবি সম্প্রতি সরিয়ে দিয়েছে অ্যাপল, ফেইসবুক, স্পটিফাই আর ইউটিউব। তারপরই এমন টুইট করলেন ট্রাম্প, বলা হয়েছে ইউএসএ টুডে’র শনিবারের প্রতিবেদনে।

টুইটার জোনস-কে এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে।

২০১৫ সালে জোনস-এর ইনফোওয়ার্স অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ট্রাম্প।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews