কিশোরগঞ্জের ভৈরবে এক ছেলের বিরুদ্ধে তারই বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

রোববার গভীর রাতে ভৈরব পৌর শহরের ভৈরবপুর কেবি হাউজের জালাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদী জেলার রায়পুরা থানার মনিপুরা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। আর আটক হওয়া ছেলের নাম আল আমিন (২৬)। জালাল মিয়ার ভাড়া বাড়িতে বাবা-ছেলে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার সময় জালাল মিয়ার বাড়ির ভাড়াটিয়ারা হাফিজের রুম থেকে চিৎকার শব্দ শুনতে পান। পর গিয়ে তারা দেখেন হাফিজের রুমে তালা ঝুলছে। রুমের সামনে গিয়ে ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে রাতেই জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখতে পান, মেঝেতে হাফিজের রক্তাক্ত লাশ পড়ে আছে।

ভৈরব থানার এসআই শক্তি মৃধা বলেন, ‘ধারণা করা হচ্ছে, ধারালো দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে নিহতের ছেলেকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews