রেকর্ড গড়া সহজ ব্যাপার নয়। রেকর্ড গড়তে অক্লান্ত পরিশ্রম করতে হয়। মজা করে অনেক তারকা বলে থাকেন, ‘রেকর্ড তো ভাঙার জন্যই গড়া হয়!’।

কিন্তু এমন কিছু রেকর্ড আছে যে, তা কেউ ভাঙতে চান না। কারণ সেই রেকর্ড যদি পজেটিভের পরিবর্তে নেগেটিভ হয়, তাহলে সেই রেকর্ড কে গড়তে চাইবেন! বা কে ভাঙতে চাইবেন।

তেমনি একটি রেকর্ড ভাঙার পথে লিটন কুমার দাস। যদিও তিনি এই রেকর্ড আদৌ ভাঙতে চান না। 

দেশের টেস্ট ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম একমাত্র ব্যাটসম্যান যিনি অনবদ্য ব্যাটিং করেও নার্ভাস নাইনটিতে গিয়ে সবেচেয় বেশি ৪ বার আউট হয়েছেন। তার সেই রেকর্ডটি এখনও কেউ ভাঙতে পারেনি।

তবে সেই রেকর্ড ভাঙার দ্বার প্রান্তেই আছেন লিটন কুমার দাস। তিনি ইতোমধ্যে টেস্টে তিনবার নব্বাই রানের কোটায় গিয়ে আউট হয়েছেন।

আজ গল টেস্টে দারুণ ব্যাটিংয়ের পর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ থাকে প্রায় আড়াই ঘণ্টা। বৃষ্টির পর খেলা শুরু হলে উইকেট আর আগের মতো ব্যবহার করেনি। উইকেটের হালচিত্র পাল্টে যায়। 

যে কারণে বৃষ্টির আগে সাচ্ছন্দে ব্যাট করে যাওয়া জাতীয় দলের দুই তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস বৃষ্টির পর খেলতে নেমে সুবিধা করতে পারেননি। বৃষ্টির আগে ১১৪ রানের জুটি গড়া এই তারকা বৃষ্টির পর খেলতে নেমে  শূন্য রানের ব্যবধানে দুজন সাজঘরে ফেরেন ।

মুশফিকুর রহিম ১৬৩ রান করলেও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন লিটন দাস। তিনি ১২৩ বল মোকাবেলা করে ১১টি চার আর ১টি ছক্কার সাহায্যে ৯০ রানে ফেরেন। মাত্র ১০ রানের জন্য টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুররি দেখা পাননি। 

তিনি এর আগে ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৪ রানে আউট হন। তার আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ৯৫ রান করে আউট হয়েছিলেন। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews