বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের চার শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। তাই এই অভ্যুত্থান যতটা বিএনপির, ততটা আর কারও নয়।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি’ উপলক্ষে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রুমিন ফারহানা বলেন, এক বছর আগে আজকের এই দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশ বাহিনী গুলি করে পাখির মতো ছাত্র-জনতাসহ বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আর সেই প্রেক্ষাপট তৈরি করেছে বিএনপি।

তিনি বলেন, গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর গুম, খুন, হামলা, মামলাসহ নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। কিন্তু তারপরও বিএনপি ঐক্যবদ্ধ থেকেছে, কারও প্রলোভনে পা দেয়নি, পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে রাজনীতি করেনি। কিন্তু গত ১৫ বছর যারা আপোষের রাজনীতি করে ছাত্রলীগ-যুবলীগের ছোট ছোট পদে ঢুকে নিজেদের চামড়া বাঁচিয়েছে, তারা যেন দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার সাহস না পান।

রুমিন ফারহানা আরও বলেন, বিএনপি গণমানুষের দল। অতএব, যারা মনে করে বিএনপিকে আটকে রাখতে পারবে, তারা জীবনের বড় ভুল করছে।

এ সময় তিনি দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি জানান।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews