বড় দুই দলের শাসনে জনগণ অতিষ্ট বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ। বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন তিনটি সিটি কর্পোরেশন নির্বাচন পর্যালোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মাওলানা ইউনুছ আহমদ বলেন, তিনটি সিটি নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে একটিই প্রশ্ন তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিনা। সন্ত্রাসীদের দৌরাত্ম যেভাবে শুরু হয়েছে তাতে দেশবাসী নির্বাচন নিয়ে শঙ্কিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, 'তিন সিটির নির্বাচনের উপর নির্ভর করবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের সাধারণ মানুষ বড় দু’টি দলের হিংসাত্মক রাজনীতির কবল থেকে বাচঁতে চায়। জনগণ পরিবর্তন চায়, লুটেরা ও বুর্জোয়াদের কবল থেকে মুক্তি চায়।'

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,দলটির যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান,সহকারী মহাসচিব আমিনুল ইসলাম,মাওলানা ইমতিয়াজ আলম, প্রকৌশলী আশরাফুল আলম,মাওলানা আহমদ আবদুল কাইয়ূম,মাওলানা লোকমান হোসাইন জাফরী,মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews