বিষণ্নতা বদলে দিতে পারে মানুষের সব গতিপথ। বিষণ্নতার কারণে মৃত্যুর পথও বেছে নেন কেউ কেউ। এতোদিনও নানা আলাপে উঠে আসতো বিষন্নতার সাথে হৃদরোগের সম্পর্কের কথা। নব্বইয়ের দশক থেকেই মনে করা হচ্ছে বিষন্নতার সাথে হৃদরোগের একরকম সম্পর্ক আছে। তবে তার অকাট্য কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছিলো না।

তবে এবার এক গবেষণায় অনেক কিছুরই সুরাহা হওয়ার দাবি করা হয়েছে। নতুন এক গবেষণায় জানা গেছে, একই জিন মডিউলের কারণে মানুষের বিষণ্নতা ও হৃদরোগের মধ্যে রহস্যময় সম্পর্ক আছে। ফ্রন্টিয়ার্স ইন সাইকিয়াট্রি জার্নালে এই গবেষণা নিবন্ধটি প্রকাশ করা হয়েছে।

ফিনল্যান্ডের ট্যাম্পেরে বিশ্ববিদ্যালয়ের গবেষক বিনিশা হামাল মিশরা জানিয়েছেন, তারা বিষণ্নতা ও হৃদরোগ আক্রান্ত ব্যক্তির রক্তের জিন পর্যবেক্ষণ করেছেন। গবেষণায় একটি একক জিন মডিউলে ২৫৬টি জিন পাওয়া গেছে। এগুলোর মাত্রা কম বা বেশি হলেই দু’টি রোগের ঝুঁকি তৈরি হয়। ৩৪ থেকে ৪৯ বছর বয়সী ৮৯৯ জন নারী ও পুরুষের রক্তের জিন এক্সপ্রেশন প্রোফাইলের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। গবেষণা চলাকালে ইয়াং ফিনস নামের একটি গবেষণার তথ্যও বিশ্লেষণ করা হয়েছে। ইয়াং ফিনস কর্মসূচির মাধ্যমে শিশু থেকে প্রাপ্তবয়স্ক ফিনল্যান্ডবাসীর হৃদরোগের ঝুঁকির কারণ নিয়ে গবেষণা করা হচ্ছে।

গবেষণায় ২২টি স্বতন্ত্র জিন মডিউল শনাক্ত করা হয়েছে। যার মধ্যে একটি জিন মডিউল বিশ্লেষণ করে মানুষের বিষণ্নতা ও হৃদ্‌রোগের মধ্যে সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। 

মিশরার দাবি হতাশাগ্রস্ত ব্যক্তিদের বিশেষ একটি জিন মডিউলের হার বেশি। আর যাদের হৃদ্‌রোগ আছে, তাদের সেই মডিউলের হার কম। সেই জিন মডিউল দুটি রোগের ক্ষেত্রে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। 

বিষণ্নতা রোগের প্রাথমিক চিকিৎসা নিলে পরবর্তী সময়ে হৃদরোগের ঝুঁকি অর্ধেকে নামিয়ে আনা যায় বলে মনে করেন অনেক চিকিৎসক। 

বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews