আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় টানা পঞ্চমবারের মত বিশ্বসেরা হাফেজ নির্বাচিত হওয়ায় আব্দুল্লাহ আল মামুনকে কুমিল্লায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জেলার দেবিদ্বার উপজেলার মির্জানগর ইনসাফ স্কুল অব হেরিটেজের উদ্যোগে তাকে (১৫) এ সংবর্ধনা দেওয়া হয়।

স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রহিম বলেন, ‘পঞ্চমবারের মতো বিশ্বসেরা হাফেজের পুরস্কার অর্জন করে মামুন আমাদের এলাকাবাসীকে সম্মানিত করেছে।’

জানা যায়, ‘কুমিল্লার মুরাদনগর উপজেলার হিরারকান্দা গ্রামের বাসিন্দা বাসারের ছেলে হাফেজ আব্দুল্লাহ আল মামুন। তিনি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় টানা পঞ্চমবারের মত বিশ্বসেরা হাফেজের পুরস্কার লাভ করেন। চলতি বছরের ১১ অক্টোবর তিনি সৌদি আরব থেকে পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ হাফেজের পুরস্কার গ্রহণ করেন। এর আগে তিনি কুয়েত, মিশর, দুবাই এবং সৌদি আরবে চারবার বিশ্ব সেরা হাফেজের পুরস্কার লাভ করেছেন।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews