জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে স্থানীয় নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা জনগণের জন্য রাজনীতি করি। আমরা চাই জনগণ যেন কোনো দুর্ভোগের শিকার না হয়। যার কারণে দ্রুত স্থানীয় নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি’।
এদিকে দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বলে জানিয়েছিলেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধান বদিউল আলম মজুদার।
চলতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ চত্বরে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছিলেন তিনি।
বদিউল আলম মজুদার বলেছিলেন, ‘৪৬ হাজার নাগরিককে নিয়ে করা সংস্কার কমিশনের জরিপে এ তথ্য পাওয়া গেছে। কমিশনের পক্ষ থেকে জরিপটি পরিচালনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।’
তিনি বলেছিলেন, ‘এই মুহূর্তে আমাদের কোনো ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নেই। যে কারণে জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’