এর আগে গত ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়েছিল। এরপর ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণায় আপত্তি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতারা।
আজ মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করার বিষয়টি জানানো হলো। সেই সঙ্গে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে বলে জানানো হয়েছে।