ভারতের সাবেক তারকা অলরাউন্ডার ইরফার পাঠান বলেছেন, ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক কোহলি।

এক টুইট বার্তায় ইরফান লিখেছেন, আমি আগেও বলেছি, আবারও বলছি- কোহলি ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক। ৫৯.০৯ শতাংশ জয় নিয়ে তিনিই সবার ওপরে, দ্বিতীয় স্থানে থাকা (অধিনায়কের) জয় শতকরা ৪৫ ভাগ।

দেশের হয়ে ৬৬ টেস্টে নেতৃত্ব দিয়ে ইতোমধ্যে ৩৯টিতে জয় উপহার দিয়েছেন বিরাট কোহলি। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় পজিশনে আছেন মহেন্দ্র সিং ধোনি ও সৌরভ গাঙ্গুলী।

মহেন্দ্র সিং ধোনি ৬০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৭টিতে জয় উপহার দেন। ৪৯ টেস্টে নেতৃত্ব দিয়ে ২১টিতে জয় উপহার দেন সৌরভ গাঙ্গুলী।

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজেও নিউজিল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারীদের হটিয়ে ফেরে শীর্ষস্থান দখল করল ভারত।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews