নিউজ আপলোড : ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০

দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গত বুধবার রাতে কয়েকটি পরিবহনের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল ও হাসিবুল হাসান সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও সড়ক পরিবহন আইনের আওতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এছাড়া কুড়িগ্রামের ঘোষপাড়া থেকে ঢাকাগামী ঢাকা ও নারায়ণগঞ্জগামী নৈশকোচের যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে কুড়িগ্রাম পুলিশ শ্যামলী পরিবহণ ও নাবিল পরিবহণের যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান। এরপর যাত্রীদের সাথে কথা বলে তিনি পরিবহণ মালিককে অতিরিক্ত অর্থ প্রদানের নির্দেশ দেন। পরে মালিকপক্ষে যাত্রীদের অধিকাংশকে অতিরিক্ত ভাড়া দুই থেকে তিনশত টাকা ফেরত দেয়া হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews