চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরচাপায় ওসমান আলী (১২) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন।
বুধবার সকাল পৌনে ১০টায় সদর উপজেলার বিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওসমান আলী একই এলাকার উজ্জল আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, সকাল পৌনে ১০টার দিকে ওসমান আলী বাড়ির অদূরে মাদরাসা থেকে বের হয়ে বাইসাইকেল করে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক্টরচাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সূত্র : ইউএনবি