চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরচাপায় ওসমান আলী (১২) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন।

বুধবার সকাল পৌনে ১০টায় সদর উপজেলার বিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওসমান আলী একই এলাকার উজ্জল আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, সকাল পৌনে ১০টার দিকে ওসমান আলী বাড়ির অদূরে মাদরাসা থেকে বের হয়ে বাইসাইকেল করে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক্টরচাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সূত্র : ইউএনবি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews