নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প অর্থাৎ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের বিভিন্ন ঘটনা এবার উঠে আসবে সিনেমার পর্দায়। নির্মাতা আবু হায়াত মাহমুদের এই গল্প তুলে আনবেন ‘ওয়ানস আপন আ টাইন ইন ঢাকা’ শিরোনামে সিনেমাতে।



এর আগে শোনা গিয়েছিল সিনেমাটিতে অভিনয় করতে পারেন মোশাররফ করিম অথবা শরিফুল রাজ। এবার জানা গেল তাদের কেই নয়, ‘কালা জাহাঙ্গীর’ হয়ে পর্দায় আসছেন শাকিব খান।







 

জানা গেছে, এরই মধ্যে শাকিবের সঙ্গে মৌখিক কথাবার্তা চূড়ান্ত হয়েছে। বুধবার (২ জুলাই) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন শাকিব খান।

যদিও এখনও সিনেমাটি নিয়ে আনুষ্ঠিকভাবে মন্তব্য করতে রাজি হননি সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা। তবে জানা গেছে, সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এনএটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews