প্রিমিয়ার ডিভিশন হকি লিগে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গতকাল (শুক্রবার) দিনের শুরুতে বাংলাদেশ পুলিশকে ৪-২ গোলে হারায় শিরোপাধারী মেরিনার্স। এরপর মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড।

তাতে ১৫ ম্যাচে সমান ৩৭ করে পয়েন্ট আবাহনী ও মেরিনার্সের। বাইলজ অনুযায়ী, দুই দলের পয়েন্ট সমান হলে প্লে-অফ ম্যাচে শিরোপা নিষ্পত্তি হওয়ার কথা জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ। গতকাল ক্লাব দুটিকে প্লে-অফ খেলার চিঠি দিয়েছে হকি ফেডারেশন। প্লে অফ খেলেই শিরোপা নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন আবাহনীর ম্যানেজার মাহবুব হারুণ।  

আগামীকাল বিকেল ৪টায় শিরোপা নির্ধারণী ম্যাচ আয়োজিত হবে বলে জানিয়েছেন তিনি। মাহবুব হারুণ বলেন, ‌‌'গতকালই ফেডারেশন আমাদের চিঠি দিয়েছে। আগামীকাল বিকেল চারটায় শিরোপা নির্ধারণী ম্যাচে আমরা অংশ নেব। '

হকিতে বাইলজে প্লে অফের কথা থাকলেও বিগত সময়ে যুগ্ম চ্যাম্পিয়ন করা হয়েছে। হকিতে ২০১৪ সালে আবাহনী ও উষা যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৬ সালে মেরিনার্স, ১৮ সালে মোহামেডান ও ২১ সালে মেরিনার্স চ্যাম্পিয়ন হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
এআর/এএইচএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews