মনোজ বাজপেয়ী, বলিউডের অন্যতম গুণী এই অভিনেতা নিজের অভিনয়ের গুরু মানেন আরেক প্রথিতযশা অভিনেতা নাসিরুদ্দিন শাহকে। সম্প্রতি মনোজ ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার ব্যক্তিত্ব গঠন, অভিনয়ের প্রতি তীব্র ক্ষুধা এবং দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন নাসিরুদ্দিন শাহ।
মনোজ আরও জানিয়েছেন, আজকের দিনে তার অভিনেতা হওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে নাসিরুদ্দিন শাহের।
এই অভিনেতাকে প্রশ্ন করা করা হয়, নাসিরুদ্দিন শাহ দ্বারা আপনি কতটা প্রভাবিত?
উত্তরে মনোজ বলেন, ‘নাসির সাহেব আমাকে আজকের অভিনেতা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমার থিয়েটারের দিনগুলিতে, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পরপরই এবং তারও আগে, তার প্রচুর ছবি দেখতাম। ওম পুরী, শ্যাম বেনেগাল, গোবিন্দ নিহালানি, সত্যজিৎ রায় এবং মনোহর রাওয়ের মতো অনেক মালয়ালাম এবং বাংলা চলচ্চিত্র নির্মাতাদের কাজের সাথে সাথে নাসিরুদ্দিনের সিনেমাও দেখতাম। তাদের কাজের মাধ্যমেই আমরা নিজেদেরকে শিক্ষিত করে তুলেছিলাম। তখনই আমি বুঝতে পেরেছিলাম যে, নাসিরুদ্দিন এবং ওম পুরীর অভিনয় আমাকে কতটা গভীরভাবে প্রভাবিত করে।’
নাসিরুদ্দিনের অভিনয় থেকে কী ধরণের শিক্ষা নেওয়া যায়, এমন প্রশ্নে এই অভিনেতা বলেন, ‘উনাকে দেখার পর আমার অভিনয় সম্পর্কে ধারণা বদলে গেছে। তার কাজ আমাকে অনুপ্রাণিত করেছে, শেখার জন্য মরিয়া করে তুলেছে। কেবল তার অভিনয় দেখে, তার পদ্ধতি বোঝার চেষ্টা করে আমি অনেক কিছু শিখেছি। এরপর থেকে আমি আমার নিজের থিয়েটারের কাজে সেই কৌশলগুলি প্রয়োগ করতে শুরু করি।’
নিজের অভিনয় দক্ষতা বৃদ্ধিতে নাসিরুদ্দিনের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানিয়ে মনোজ বলেন, ‘আমি দিল্লির থিয়েটারের সেরা পরিচালকদের সাথে ক্লাসে যোগ দিতে শুরু করেছিলাম। আমি তাদের সাথে নাসির সাহেব এবং ওম পুরী সাহেব এবং তাদের অভিনয়ের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অবিরাম কথা বলতাম। কিন্তু সর্বোপরি, আমি বুঝতে পেরেছিলাম যে, এখানে একজন মানুষ যিনি দেশকে শিখিয়েছিলেন যে, অভিনয় একটি গুরুতর ব্যবসা। এটিকে হালকাভাবে নেওয়া যায় না। অভিনয় কেবল সুন্দরভাবে উপস্থাপন করা বা সঠিকভাবে সংলাপ উচ্চারণ করা নয়।’
এরপর এই অভিনেতা বলেন, ‘তিনি আমাকে শিখিয়েছিলেন যে, সংলাপের প্রতিটি লাইনের ভিন্ন স্তর, সূক্ষ্মতা এবং আবেগের গভীরতা রয়েছে। এগুলি খুঁজে বের করা অভিনেতার কাজ। তিনি আমাকে দেখিয়েছিলেন যে, একবার বা দুবার স্ক্রিপ্ট পড়া যথেষ্ট নয়। সমস্ত উত্তর খুঁজে পেতে আপনাকে বারবার এটি পড়তে হবে। দশবার মহড়া যথেষ্ট নয়। মহড়া আপনার জাগ্রত জীবনের একটি অংশ হয়ে উঠতে হবে। নাসির ভাই আমাদের সকলকে শিখিয়েছিলেন যে, অভিনয় শুধু নিখুঁত ধারণা দেওয়ার বিষয় নয়, বরং প্রতিটি লাইন, প্রতিটি বিটের পেছনের কারণগুলি আবিষ্কার করা গুরুত্বপূর্ণ।
একদম শেষে গুরুকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে মনোজ বলেন, ‘অভিনয় এবং অভিনয়ের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন নাসিরুদ্দিন শাহ। বর্তমানে আমি যা কিছু তার জন্য, শিক্ষাদানের জন্য এবং প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ নাসির ভাই। আপনাকে জানতে পেরে এবং আপনার কাছ থেকে শিখতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।
সূত্র: বলিউড হাঙ্গামা