বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ইতিহাসে রাজাকারদের একটি স্বীকৃত পরিচয় রয়েছে, কিন্তু একসময় শেখ হাসিনার একনায়কতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কথা বললেই তাকে ‘রাজাকার’ বলে তকমা দেয়া হয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজাকার আর স্বৈরাচার যেন একাকার হয়ে গেছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন অডিটোরিয়ামে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত জুলাই শহীদ ও অন্যান্য শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪- এই ১৫ বছরে দেশে ফ্যাসিবাদের থাবায় বহু নিরীহ মানুষ জীবন দিয়েছে। ১৬ জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যুদিন। তাই আমরা তার এবং মুগ্ধসহ অন্য শহীদদের স্মরণে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে বেছে নিয়েছি।
জহির উদ্দিন স্বপন বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন। অথচ আজ সেই মহান মুক্তিযুদ্ধের ঘোষকের অনুসারীদেরকেই ‘রাজাকার’ বলার অপচেষ্টা চলছে, যা ইতিহাসের বিকৃতি ছাড়া কিছুই নয়।
স্মরণসভায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং স্মরণসভা শেষে একই স্থানে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো: শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান সহ অন্যান্যরা।