অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তবে, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পান্ত। 

গত ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্টে বাঁ পায়ে চোট পান তিনি। পরে সেই পায়ে চিড় ধরা পড়ে। যদিও প্রথম ইনিংসে খুঁড়িয়ে ব্যাট করেছিলেন। ওভালে শেষ টেস্টে তার বদলি হিসেবে নারায়ণ জগদীশানকে দলে নেয় ভারত। বর্তমানে বেঙ্গালুরুর বিসিসিআই এক্সেলেন্স সেন্টারে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন পান্ত।

জানা গেছে, তিনি সেখানে ফিটনেস অনুশীলন করছেন এবং ব্যাটিং-কিপিংয়ে ফেরার আগে বিসিসিআই মেডিকেল টিমের আপডেটের অপেক্ষায় আছেন। তবে পান্ত কবে আবার মাঠে ফিরতে পারবেন, সেই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। 

পান্তের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতের উইকেটরক্ষক হিসেবে ধ্রুব জুরেলের সুযোগ পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে দুই টেস্টে ভারতের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। বিকল্প হিসেবে ভাবনায় থাকতে পারেন জগদীশান। এর বাইরে ভারতের টেস্ট দলের আশেপাশে রয়েছেন নীতিশ কুমার রেড্ডি ও দেবদূত পাডিকাল।

পাডিকাল লক্ষ্ণৌতে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে করেছিলেন ১৫০ রান। এর আগে তিনি দুটি টেস্ট খেলেছেন। গত বছর পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে তিন নম্বরে ব্যাট করে করেছিলেন শূন্য ও ২৫ রান। আর রেড্ডি সেই সিরিজের দলে ছিলেন, ইংল্যান্ডের বিপক্ষেও খেলেছেন এবং এখন পর্যন্ত মোট সাতটি টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার।

বিডি প্রতিদিন/কেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews