রাজবাড়ী: জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয় থেকে ৩২৫ লিটার দেশিয় মদসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (০৮ জুন) রাত সোয়া ১১টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়া এলাকার পতিতালয়ের আলম খাঁর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (০৯ জুন) জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুদালপুর গ্রামের সালাম মোল্লার ছেলে মো. লিটন মোল্লা (৩৭) এবং গোয়ালন্দ উপজেলার শাহাদাত মেম্বার পাড়ার মৃত মোহাম্মদ খন্দকারের ছেলে শুকর খন্দকার (৩৮)।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়া পতিতালয়ের আলম খাঁর বাড়িতে অভিযান চালিয়ে ৩২৫ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়। এ সময় আটকেরা মদের বৈধ কোনো কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারে নাই। এছাড়াও জিজ্ঞাসাবাদে তারা এই মদ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন বলে স্বীকার করেছেন।

ডিবির ওসি মো. মনিরুজ্জামান জানান, এ বিষয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এসআইএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews