দেশে করোনা ভ্যাকসিন কর্মসূচির আওতায় আরও ২ লাখ ৯৪ হাজার ৬২৭ জন মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

এরমধ্যে সিনোফার্মের ২ লাখ ১২ হাজার হাজার ১৬৩ ডোজ (প্রথম) এবং ৯ হাজার ১২৮ দ্বিতীয় ডোজ), মডার্নার রয়েছে ৭২ হাজার ৫৪২ ডোজ (প্রথম ডোজ) এবং ফাইজারের ২০ জন (প্রথম ডোজ), ৭৭৪ জন (দ্বিতীয় ডোজ।

এছাড়া এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জনকে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শনিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ১ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৯৯০ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews