ব্র্যাক ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তিলোত্তমা, সম্পাদক তাফসির 

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২০২৪-২০২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে শাহরীন তিলোত্তমা এবং সাধারণ সম্পাদক তাফসির আহমেদ খান নির্বাচিত হয়েছেন।

গত শনিবার (৩০ মার্চ) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুইশ সদস্য তাদের ভোট প্রয়োগ করেন।

এ ছাড়া অ্যাসোসিয়েশনটির সহ-সভাপতি ইয়াসির মো. আদনান, সহযোগী সাধারণ সম্পাদক আরমান খান আপন, ট্রেজারার তাহমিদ-বিন-রহমান, সুপ্রিম কোর্ট সম্পাদক ফাতেমা খাতুন শোভা, জজ কোর্ট  সম্পাদক মারুফ উল আবেদ, সাংগঠনিক সম্পাদক রেহবুব মতিন ইফাদ, যোগাযোগ সম্পাদক নেহাল আহমেদ সিদ্দিকী, অ্যাকাডেমিক এবং প্রকাশনা সম্পাদক সাদীউল ইসলাম অন্তর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইরফান বশীর পরাগ, এবং সমাজ কল্যাণ সম্পাদক রামিছা আঞ্জুম রুস্মি নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও কমিটিতে শেখ রাসিফুল ইসলাম, তানভীর আহমেদ, জুহায়ের আনজুম প্রত্যয়, নাবিলা বেনজির পরমা, আশরাফ উদ্দিন আহমেদ (জয়), মো. মোমসাদুল ইসলাম সাদিক এবং উম্মে সালমা ফারিয়ার কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews