ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৫

[ছবি: সংগৃহীত]

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে ৫ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার দেশজুড়ে বিক্ষোভ হয়। এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

নিরাপত্তা কর্মকর্তা এবং হাসপাতালের চিকিৎসকরা জানান, বাগদাদের তায়ারান স্কয়ারে দুই বিক্ষোভকারী গুলিতে এবং একজন টিয়ার গ্যাসে আহত হয়ে পরে হাসপাতালে মারা গেছেন। পবিত্র শহর কারবালায় আরো দুই বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। তারা ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে রাখেন। পুলিশ পাল্টা গুলি ছুঁড়ে।

আরো পড়ুন: ২০০০ ধনীর কাছে বিশ্বের ৪৬০ কোটি গরিবের সম্পদ

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বিক্ষোভকারী বলেন, সবাইতো ইরাকি। তাহলে ভাইদের ওপর পুলিশ গুলি ছুঁড়ছে কেন? সূত্র: আল-জাজিরা

ইত্তেফাক/এমআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews