ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’ জয়ী হলে আবার গেস্টরুম কালচার ফিরে আসবে বলে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে অভিযোগ করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ বিষয়ে ছাত্রদল শিক্ষার্থীদের কাছে ওয়াদাবদ্ধ বলেও জানান তারা।



বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার বটতলা থেকে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এ কথা বলেন। ইশতেহার ঘোষণা করেন ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদের’ ভিপি (সহ-সভাপতি) প্রার্থী মো. আবিদুল ইসলাম খান।







ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ছাত্রদল সমর্থিত প্যানেল জয় লাভ করলে গেস্টরুম কালচার আবার ফিরিয়ে নিয়ে আসবে, এ রকম একটা প্রোপাগান্ডা আছে। এই প্রোপাগান্ডার বিষয়ে আমাদের সোচ্চার থাকতে হবে। আমরা শিক্ষার্থীদের কাছে ওয়াদাবদ্ধ এটা কখনো ফিরবে না।

তিনি বলেন, ছাত্রদল প্রথম থেকে, গেস্টরুম কালচারের ভয়াবহ নির্যাতনের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়কে এই গেস্টরুম কালচার মুক্ত করার জন্য ছাত্রদলই প্রথম থেকেই সোচ্চার ছিল।

নাছির আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের আমাদের আস্থায় নিতে হবে। আর যারা প্রোপাগান্ডা করছে তাদের প্রোপাগান্ডার বিপরীতে শিক্ষার্থীদের আস্থায় নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা শিক্ষার্থীদের কাছে এই বিষয়ে একদম ওয়াদাবদ্ধ, জেনারেশন পর জেনারেশন ধরে আমরা ওয়াদাবদ্ধ।

এ বিষয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিশ্ববিদ্যালয়ের ‌বিশেষ করে রূপরেখা প্রণয়ন কমিটির কাছে ছাত্রদল লিখিত ভাবে দাবি করেছে গেস্টরুম, গণরুম কালচার এবং জোরপূর্বক শিক্ষার্থীদের দলীয় কর্মসূচিতে নিয়ে যাওয়া, এটা লিখিতভাবে নিষিদ্ধ করতে হবে। এটা ছাত্রদল দাবি করেছে। তারপরও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।

এমইউএম/এফএইচ/এমজেএফ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews