সৌর কোষে পেরোভস্কাইট নামের জাদুকরি প্রযুক্তি নতুন কোনো খবর নয়। তবে, আলো থেকে বিদ্যুৎ উৎপাদনে এর কিছু সীমাবদ্ধতাও ছিল। নতুন এক গবেষণা বলছে, সেই সীমাবদ্ধতা সম্ভবত অতিক্রম করার পথ খুলল।

বিজ্ঞানীরা বলছেন, পেরোভস্কাইটে খানিকটা পরিবর্তন আনলে এটি ঘরের ভেতরের ফ্লুরোসেন্ট লাইট থেকেও বিদ্যুৎ তৈরি করতে পারে।

পেরোভস্কাইটকে অনেকেই ‘অলৌকিক উপাদান’ বলেন। উপাদানটি নবায়নযোগ্য বা পরিবেশবান্ধব শক্তির দুনিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

সাধারণ সিলিকনভিত্তিক সৌর প্যানেলের চেয়ে বেশি সক্ষমতার সঙ্গে সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করতে পারে বলে উপাদানটিকে এখন প্রচলিত সৌর প্যানেলে বেশি ব্যবহার করা হচ্ছে।

উপাদানটিকে কিছুটা পরিবর্তন করে নিলে এটি ঘরের ল্যাম্প বা বাল্বের আলো থেকেও শক্তি সংগ্রহে ব্যবহার করা যেতে পারে। তবে এখন পর্যন্ত এ পরিবর্তনের ফলে পেরোভস্কাইটে ছোট ছোট ত্রুটি দেখা গিয়েছে, যা এর কার্যকারিতা কমিয়ে দেওয়ার পাশাপাশি অস্থিতিশীলও করে তোলে।

এক ধরনের রাসায়নিক পদ্ধতির মাধ্যমে পেরোভস্কাইটের এ সমস্যার সমাধান করতে পেরেছেন তাইওয়ানের ‘ন্যাশনাল ইয়াং মিং চিয়াও টং ইউনিভার্সিটি’র একদল গবেষক, যেটি পেরোভস্কাইটের বিভিন্ন ত্রুটি সারাবে এবং বিভিন্ন সৌর সেলকে দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী করে তুলবে বলে দাবি তাদের।

এ পদ্ধতিকে বলা হচ্ছে ‘ব্যান্ডগ্যাপ অ্যাডজাস্টমেন্ট’, যা প্রচলিত সিলিকনভিত্তিক সৌর কোষে সম্ভব নয় বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।

গবেষকরা বলছেন, পেরোভস্কাইট সৌর কোষের আরেকটি সুবিধা হচ্ছে এগুলো পাতলা, হালকা, নমনীয় ও সেমি-ট্রান্সপারেন্ট, যার ফলে এগুলো কঠিন ও ভারী সিলিকন প্যানেলের চেয়ে আরও বেশি ক্ষেত্রে ব্যবহার করা যায়।

গবেষকদের মতে, তাদের সাম্প্রতিক এ অগ্রগতির ফলে এই প্রযুক্তি রিমোট কন্ট্রোল বা পরিধেয় বিভিন্ন ডিভাইস চার্জ করতে ব্যবহার করা যেতে পারে।

তাইওয়ানের ‘ন্যাশনাল ইয়াং মিং চিয়াও টং ইউনিভার্সিটি’র অধ্যাপক ফাং-চুং চেন বলেছেন, “পেরোভস্কাইট সৌর কোষের কার্যকারিতা ঘরের ভেতরে বেশি। মানে হচ্ছে, এ ফোটোভোলটাইক প্রযুক্তি বিভিন্ন পরিবেশে ব্যবহারের জন্য আরও উপযোগী, বিশেষ করে মেঘলা আবহাওয়া ও অন্য কম আলোর পরিবেশে।

“গবেষণার শুরুতে আমরা কেবল আশা করেছিলাম, আমাদের এ পদ্ধতিটি ডিভাইসের কার্যকারিতা উন্নত করবে। কারণ পেরোভস্কাইট সৌর সেলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটি অনেক সময় ভালোভাবে কাজ করে না, অর্থাৎ এর বিশ্বাসযোগ্যতা কম।

“তবে এখন আমরা আশা করছি, নতুন পদ্ধতিটি সেই সমস্যা দূর করবে ও পেরোভস্কাইট সৌর প্যানেলকে বাজারে প্রচলিত ও বাণিজ্যিকভাবে ব্যবহারের পথ প্রশস্ত করবে।”

এ সপ্তাহে গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘এপিএল এনার্জি’তে।

আরও খবর

এবার বাণিজ্যিক যাত্রায় 'অলৌকিক উপাদানের' সৌর প্যানেল?

তৈরি হচ্ছে 'যুগান্তকারী' পোর্টেবল সৌর প্যানেল

২০টি পারমাণবিক চুল্লির চাহিদা মেটাবে বাঁকানো সৌর প্যানেল

নিজেই সারিয়ে নেবে ক্ষয়, এমন সৌর প্যানেল বানালেন বিজ্ঞানীরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews