নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৯ জন সক্রিয় ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে নাসিক সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডস্থ নদীরপাড় সংলগ্ন বন্ধ থাকা জুট মিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। 

গ্রেফতারকৃতরা হলো- মৃত মোস্তফার ছেলে সাখাওয়াত হোসেন শওকত (৪২), মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. মাসুম (৩৫) জাহাঙ্গীর আলম ভুঁইয়ার ছেলে মো. মাসুম ভুইয়া( মাছি) (৩৫) মৃত হযরত আলীরর ছেলে মো. সুজন (৩২), জালালের ছেলে মো. রিদয় (২১) কামাল উদ্দিনের ছেলে মো. ফরহাদ (২০) ফারুকের ছেলে সুমন( ১৮)। মোহাম্মদ সাইফুলের ছেলে সুজন (২০) এবং মৃত আব্দুল কাইয়ুমের ছেলে মোহাম্মদ অহিদ(৩৫)।

পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি করছে এমন সংবাদ পেয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান ও ইয়াউর রহমান ও (এএসআই) ইলিয়াস ও সৌমিত্র সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ওই চক্রের ৯ সদস্যকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা কয়েকজন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে গেছেন। 

(ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, একটি ডাকাত চক্রের ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবরে আমরা অভিযান পরিচালনা করি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৯ জনই ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews