আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের প্রকাশিত 'এই ধরণীর পথে প্রান্তরে' বইটি পাঠকদের নতুন দিগন্তের সন্ধান দেবে। উল্লেখ করে বক্তারা বলেন, প্রবাসে শত কর্মব্যস্ততার মাঝে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়।



আর সেই কর্মব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে কলম চালিয়ে অসাধ্য কাজটিকে সাধ্য করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার। তবে তার প্রচেষ্টার এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এমন প্রত্যাশার কথাও জানান তারা। গত ২১ জুলাই সোমবার বিকেলে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত 'এই ধরণীর পথে প্রান্তরে' বইটির প্রকাশনা উৎসবে বক্তারা একথা বলেন।



প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদারের সভাপতিত্বে ও ক্লাবের সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাবের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন। বিশেষ আলোচক ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার ও খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং।



আরো বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জাহেদুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কথাসাহিত্যিক সৈয়দ মনজুর মোরশেদ, অধ্যাপক পুলক কুমার বড়ুয়া, অধ্যাপক জাহাঙ্গীর গনি, কবি ওবাইদুল হক প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, কবি, লেখক, শিল্প-সাহিত্যপ্রেমীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews