পবিত্র জেরুজালেমকে দখলদার ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে সেখানে দূতাবাস স্থানান্তর দেশের সঙ্গে আরব দেশগুলোকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন।

সোমবার ফিলিস্তিন মুক্তি সংস্থার কেন্দ্রীয় কাউন্সিল-পিসিসির এক সম্মেলনে নেয়া এ আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া ইসরাইলকে রাষ্ট্র হিসেবে দেয়া স্বীকৃতি স্থগিত করারও সিদ্ধান্ত নিয়েছে পিসিসি।

রোববার শুরু হওয়া দুদিন ব্যাপী সম্মেলন শেষে সোমবার পিসিসি এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পররাষ্ট্র উপদেষ্টা নাবিল শাত।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ ঘোষণাকে প্রত্যাখ্যান করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তৃতীয় ইনতিফাদা-গণপ্রতিরোধ আন্দোলন শুরু করেছে ফিলিস্তিনি জনগণ।

এরই মধ্যে বিশ্বের ৫৪ মুসলিম রাষ্ট্রের জোট ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে।

তবে ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া কিছু আরব দেশ ও সৌদিসহ স্বীকৃতি না দেয়া কিছু দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতিকে সমর্থন দেয়ার বিষয়ে গোপনে সম্মতি জানিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এমন প্রেক্ষাপটে জেরুজালেমকে ইসরাইলের স্বীকৃতি দেয়া দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলল ফিলিস্তিন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews