ফ্রান্সে এক বিয়ের অনুষ্ঠানে অজ্ঞাত অস্ত্রধারীদের অতর্কিত হামলায় কনে নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে চারটা নাগাদ ওই হামলা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অ্যাভিগনন শহরের নিকটবর্তী গোউত গ্রামের একটি বিয়ের আসরে (ওয়েডিং ভেন্যু) হঠাৎ মুখোশধারী একদল ব্যক্তি উপস্থিত হয়ে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। সব আনুষ্ঠানিকতা শেষে ২৭ বছর বয়সী কনে তার ২৫ বছর বয়সী বরকে নিয়ে তখন বের হয়ে যাচ্ছিলেন।

ঘটনাস্থলে মোট ২৮ জন মানুষ উপস্থিত ছিলেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। হামলায় বর, ১৩ বছর বয়সী এক শিশু এবং এক নারী আহত হয়েছেন।

স্থানীয় আইনজীবী জানিয়েছেন, গাড়িতে করে অন্তত তিন জন হামলাকারী উপস্থিত হয়েছিল বলে তারা জানতে পেরেছেন। হামলার পর তারা গাড়ি ফেলেই পালিয়ে যায়।

কর্তৃপক্ষের বরাতে ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, গোলাগুলিতে এক সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। হামলার পর পুলিশের সাঁড়াশি অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তৃতীয় হামলাকারীর জন্য সন্ধান জারি আছে বলেও পুলিশ জানিয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার কারণ এবং সন্দেহভাজনদের সম্পর্কে কোনও তথ্য জানায়নি পুলিশ। তবে সরেজমিন পাওয়া তথ্যের ভিত্তিতে ফরাসি সংবাদমাধ্যমের ধারণা, মাদক সংক্রান্ত দ্বন্দ্ব থেকে ন্যক্কারজনক এই ঘটনা ঘটেছে।

এই ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছেন স্থানীয় মেয়র দিদিয়ের পেরেলো। তিনি বলেছেন, অস্থানীয় কয়েকজন ব্যক্তি গত মার্চে ভেন্যুটি ভাড়া করেন।

গ্রামটিতে সব মিলিয়ে হাজার খানেক লোকের বাস। স্থানীয় এক রেস্তোরাঁ মালিক গুইলিমে মোলিনাস বলেছেন, এই ঘটনা আমাদের নাম খারাপ করবে। সর্বশেষ প্রায় ১২৫ বছর আগে এরকম ভয়াবহ কোনও ঘটনা ঘটেছিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews