স্পোর্টস ডেস্ক

খেলা ৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার



‘আমি আবারো বলছি, এই পর্যায়ে এসেও লিভারপুল শিরোপা না জিতুক এটা আমি দেখতে চাইব না। লিভারপুল সমর্থকরাও এটা দেখতে পছন্দ করবে না। ‘ক্লোজ ডোর’ স্টেডিয়ামেও যদি লিভারপুল চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রেও সমর্থকদের জন্য সেটা কষ্টকর হবে। তবে সমাধান যেটাই আসুক না কেন; লিভারপুলকে শিরোপা দেয়া ছাড়া আর কোনো সমীকরণ হয়তো মিলবে না।’

ইউরোপের শীর্ষ ফুটবল লীগসহ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগ অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রয়েছে। এই গ্রীষ্মে স্থগিত হওয়া আসরগুলো আর মাঠে গড়ানোর সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে সেফরিন বলেন, ‘আমি আশাবাদী। তবে অবশ্যই আমি এর নিশ্চয়তা দিতে পারব না। সবকিছু নির্ভর করবে আক্রান্ত দেশগুলোর পরিস্থিতির উপর। নিশ্চয়ই কেউ জীবনের ঝুঁকি নিয়ে ফুটবল খেলবে না।’

বৃটিশ সংবাদম্যাধ্যমগুলো জানাচ্ছে, আর্থিক ক্ষতি এড়াতে ঘরোয়া ফুটবল নিয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছেড়ে দেয়া হবে সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশন কিংবা অ্যাসোসিয়েশনের উপর; এমন ঘোষণা কিছুদিনের মধ্যে দিতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে ফিফার সদস্য দেশগুলো ঘরোয়া আসর কতদিনের মধ্যে শেষ করবে সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার উপর।

করোনা ভাইরাসের প্রভাবে ইংলিশ প্রিমিয়ার লীগ বন্ধ না হলে এতদিন শিরোপা উৎসব করে ফেলতো লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির (৫৭ পয়েন্ট) চেয়ে ২৫ পয়েন্ট এগিয়ে থাকা লিভারপুলের (৮২ পয়েন্ট) ত্রিশ বছরের প্রিমিয়ার লীগ শিরোপা খরা কাটাতে দরকার মাত্র ৬ পয়েন্ট। অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত হয়ে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লীগ আর মাঠে গড়াবে কি না তার নিশ্চয়তা নেই। তাহলে কি এত কাছে এসেও শিরোপা ছোঁয়া হবে না অল রেডদের? এমন অবস্থায় লিভারপুলের জন্য স্বস্তি এনে দিতে পারে উয়েফা সভাপতির মন্তব্য। গতকাল সোমবার আলেক্সান্ডার সেফেরিন বলেন, ‘শিরোপা ছাড়া মৌসুম শেষ করার সুযোগ নেই লিভারপুলের। যদি খেলা বন্ধ না থাকতো তারা এতদিন চ্যাম্পিয়ন হয়ে যেতো। এটাই বাস্তবতা। পয়েন্ট তালিকার দিকে তাকালে দেখা যাবে তারাই চ্যাম্পিয়ন।যদি খেলা আর মাঠে না গড়ায় সেক্ষেত্রে কি করা যায় সেটা ভাবা হচ্ছে।’‘আমি আবারো বলছি, এই পর্যায়ে এসেও লিভারপুল শিরোপা না জিতুক এটা আমি দেখতে চাইব না। লিভারপুল সমর্থকরাও এটা দেখতে পছন্দ করবে না। ‘ক্লোজ ডোর’ স্টেডিয়ামেও যদি লিভারপুল চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রেও সমর্থকদের জন্য সেটা কষ্টকর হবে। তবে সমাধান যেটাই আসুক না কেন; লিভারপুলকে শিরোপা দেয়া ছাড়া আর কোনো সমীকরণ হয়তো মিলবে না।’ইউরোপের শীর্ষ ফুটবল লীগসহ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগ অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রয়েছে। এই গ্রীষ্মে স্থগিত হওয়া আসরগুলো আর মাঠে গড়ানোর সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে সেফরিন বলেন, ‘আমি আশাবাদী। তবে অবশ্যই আমি এর নিশ্চয়তা দিতে পারব না। সবকিছু নির্ভর করবে আক্রান্ত দেশগুলোর পরিস্থিতির উপর। নিশ্চয়ই কেউ জীবনের ঝুঁকি নিয়ে ফুটবল খেলবে না।’বৃটিশ সংবাদম্যাধ্যমগুলো জানাচ্ছে, আর্থিক ক্ষতি এড়াতে ঘরোয়া ফুটবল নিয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছেড়ে দেয়া হবে সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশন কিংবা অ্যাসোসিয়েশনের উপর; এমন ঘোষণা কিছুদিনের মধ্যে দিতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে ফিফার সদস্য দেশগুলো ঘরোয়া আসর কতদিনের মধ্যে শেষ করবে সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার উপর।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews