সম্প্রতি অনলাইন ভিত্তিক টকশো "বাংলা টক"-এ উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ। "যুক্তরাষ্ট্রের উদ্বেগ ও রাজনীতি" শীর্ষক আলোচনায় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যকারিতা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক সাইফ মোস্তাফিজকে প্রশ্ন করেন, "আপনারা তো সরকারের প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় আপনারা একসময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন। এখনো কি মনে করেন যে, তার অধীনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব?"
জবাবে সাইফ মোস্তাফিজ বলেন, "আমরা লক্ষ্য করেছি, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যকরভাবে তার দায়িত্ব পালন করতে পারছেন না। নারীদের নিরাপত্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যন্ত—প্রতিটি ক্ষেত্রে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি ও অনিরাপদ বোধ করছি।"
তিনি আরও বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু বিবৃতি ও পরিবর্তন এসেছে, যা আমরা পর্যবেক্ষণ করছি। তবে, দ্রুত পরিবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়। একজন দায়িত্বশীল ব্যক্তি যদি হুট করে সরিয়ে দেওয়া হয়, তাহলে নতুন কেউ এলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতির উন্নয়ন ঘটবে এমনটি নয়। তাই আমরা চাই, বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আরও কিছুটা সময় নিয়ে তার অবস্থান ঠিক করুক। কিন্তু দুঃখজনকভাবে, তার কার্যকারিতা নিয়ে আমরা হতাশ!"
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=633789559279802&rdid=35hMjQqm4bPhhiJF