আইপিএল চলাকালেই অদ্ভূত প্রশ্নটা তুলে দিলেন ভারতের অন্যতম সিনিয়র ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। রাজস্থান র‌য়্যালস ক্রিকেটারের প্রশ্ন, ‘আইপিএল আদৌ কি কোনো ক্রিকেট?’

এক সাক্ষাৎকারে আইপিএল নিয়ে এই প্রশ্নটি তুললেন অশ্বিন। কেন তিনি এই প্রশ্ন তুললেন? কেন ভারতের জনপ্রিয় এই লিগকে প্রশ্নবিদ্ধ করতে চাইলেন তিনি?

অশ্বিন বলেন, ‘আমি যখন প্রথম আইপিএল খেলতে এসেছিলাম, ভেবেছিলাম আন্তর্জাতিক ক্রিকেটারদের কাছে অনেক কিছু শিখতে পারব। আমি তখনও জানতাম না আইপিএল ১০ বছর পরে কোথায় যাবে? এত বছর ধরে খেলছি। আইপিএল বিশাল বড় প্রতিযোগিতা। ক্রিকেটের পাশাপাশি আরও অনেক কিছু আছে।’

এরপরই আইপিএলে ক্রিকেটের জায়গা নিয়ে প্রশ্ন তোলেন অশ্বিন। তিনি বলেন, ‘কখনও কখনও আমার মনে হয়, আইপিএল কি আদৌ ক্রিকেট? কারণ, এখানে ক্রিকেটকেই সবার শেষে রাখা হয়। এমনও সময় গেছে যখন আমরা বিজ্ঞাপনের শুটিংয়ের মাঝে অনুশীলন করেছি। মাঠে অনুশীলনের সময়ই পাইনি।’

আইপিএলে চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালসের মতো দলের হয়ে খেলার পরে এখন রাজস্থান রয়্যালসে খেলছেন অশ্বিন। দলের নিয়মিত সদস্য তিনি। আইপিএলে নিয়মিত খেললেও ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা হয় না অশ্বিনের। জাতীয় দলে টেস্ট বোলার হিসাবেই দেখা হয় অশ্বিনকে।

আইএইচএস/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews