তীব্র তাপ প্রবাহে জনজীবন অতিষ্ঠ। একটু স্বস্তি পেতে ঘরে এসি ব্যবহার করছেন। অনেকেই আবার নতুন এসি কিনছেন। এসি কেনার সময় সেটি ৫ স্টার নাকি ৩ স্টার এসি তা নিয়ে বেশ চিন্তায় থাকেন।

এসির গায়ে লাল অক্ষরে লেখা থাকে স্টারের সংখ্যা। দেওয়া থাকে চিহ্ন! এই স্টারগুলো অর্থ জানেন কি? প্রতিটি স্টারের একটি মানে রয়েছে। সর্বোচ্চ থাকে পাঁচ স্টার অবধি। ২ কিংবা ৩ স্টার মানে আপনার জিনিসটি ভালো কিন্তু ইলেকট্রিক বিলের পরিমাণ বেশি উঠবে। আর যদি থাকে ফাইভ স্টার তাহলে আপনাকে বছরে তেমনভাবে ইলেকট্রিক বিল এর ভার বহন করতে হবে না।

আরও পড়ুন

আসলে পণ্যে তিনটি স্টার থাকলে বিদ্যুতের বিল বেশি বহন করতে হবে। তবে সেই পণ্যটি ভালো তার ইঙ্গিত দেয় ৩ স্টার। তবে তার চেয়ে বেশি ভালো পাঁচটি স্টার যেটিতে রয়েছে। সরঞ্জামের গুণগত মান যেমন ভালো তেমনই ইলেক্ট্রিক বিলও আসবে নগন্য।

তিনটি স্টার এবং পাঁচটি স্টারের মধ্যে তফাৎ সম্পর্কে বিশদে এক বিক্রেতা জানান, এক ঘণ্টায় তিনটে স্টার যুক্ত জিনিসের বিলের পরিমাণ যদি এক ইউনিট ওঠে, তাহলে পাঁচটি স্টার যুক্ত জিনিসটি ১ ঘণ্টা ব্যবহারে বিল উঠবে তার ৫০ শতাংশ। মানও ভালো, সাশ্রয়ও অনেক।

আরও পড়ুন

স্প্লিট নাকি উইন্ডো, বিদ্যুৎ খরচ কমাতে কোন এসি কিনবেন?
এসির ইইআর রেটিং কি জানেন?

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews