জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো: আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা দ্বিতীয় দফা কলমবিরতির চতুর্থ দিন চলছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলমবিরতি পালিত হচ্ছে। তবে এ সময় বন্দর দিয়ে আমদানি ও রফতানি বাণিজ্যসহ সচল থাকবে বন্দরে লোড-আনলোড কার্যক্রম ও যাত্রী পরিষেবা।
এর আগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলমবিরতির সাথে একত্বতা ঘোষণা করে বেনাপোল কাস্টমস হাউজে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এই কলমবিরতি পালন করছে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব কর কমিশনার সেহেলা সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেসনোটের মাধ্যমে জানিয়েছেন, ২৬ জুন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রফতানি ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের ঢাকাস্থ সকল দফতরের কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি এবং ঢাকার বাইরে স্ব-স্ব দফতরে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি চলবে। পাশাপাশি, চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ চলবে।
পত্রে জানানো হয়েছে, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী ৪৪ আমলার (যার ছয়জনকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। তালিকায় ও নম্বরে থাকা এবং দেশ ও রাজস্বব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে আগামী ২৭ জুনের মধ্যে অপসারণ না করা হলে আগামী ২৮ জুন থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দফতরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে।
তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। এবং আগামী ২৮ জুন থেকে সারাদেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দফতর থেকে এনবিআর অভিমুখে ‘মার্চ টু এনবিআর' পালন করা হবে।
প্রেসনোটে তিনি আরো জানান, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, দেশ ও রাষ্ট্রের স্বার্থে এনবিআরের বিলুপ্তি রোধ ও একটি টেকসই রাজস্বব্যবস্থা গড়ার লক্ষ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির সাথে একাত্ম এনবিআরের কোনো সদস্য থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অবসর প্রদান, বদলি বা পদায়ন, প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলি বা যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ট্যাক্স কাস্টমস, ও ভ্যাট বিভাগের হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী সম্মিলিতভাবে তা প্রতিহত করবে। সার্বিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।