নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও এই সরকারের রূপরেখা নিয়ে ঐকমত্য হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কীভাবে করা হবে, সাবেক প্রধান বিচারপতি বা বিচারপতিদের প্রধান উপদেষ্টা করা হবে কি না, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না; এসব বিষয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।
গতকাল বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এসব মতপার্থক্য ওঠে আসে। আগামী সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিষয়ে দলগুলোর সঙ্গে আরও আলোচনা হবে।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনার অষ্টম দিন। এদিন সংসদীয় আসনের সীমানা নির্ধারণ এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনা হয়।