বিসমিল্লাহির রাহমানির রাহিম।


সবাই আমার সালাম নিবেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
আমি আজ একটি Trick আপনাদের সাথে share করতে চাই।
যদি কোন ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আমরা মোবাইলে সাধারনত সবাই কম বেশি কথা বলি।তবে অনেকক্ষণও কথা বলে থাকি।
আমরা যারা অনেক সময় নিয়ে কথা বলি তারা সাধারনত call waiting সেবাটি
ব্যবহার করে থাকি যাহাতে কথা বলার সময় অন্য কেউ ফোন করলে আমরা বুঝতে পারি কেউ ফোন করেছে।
কিন্তু এটা হয়ত আমরা অনেক সময় চাই না।  আমার trick টা হল, আপনি যখন কথা বলবেন তখন অন্যপাশ থেকে
যদি কেউ ফোন করে তাহলে আপনার মোবাইল বন্ধ পাবে। বিশেষ করে যারা রাতে অনেক সময় নিয়ে কথা বলেন। তখন হয়ত আপনি চান না যে
মধ্য রাতে আপনাকে ফোন করে দেখুক আপনি রাতে কারো সাথে কথা বলছেন। trick টা করতে আপনাকে যা করতে হবে; প্রথমে মোবাইলের
call waiting service টি বন্ধ করতে হবে। তারপর menu>call setting>divert>divert when busy
এই condition এ একটি বন্ধ মোবাইল নাম্বারে ডাইভারট করে রাখুন। এখন আপনি রাতে অথবা দিনে যত কথাই বলেন নিশ্চিন্তে কথা বলতে পারেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews