ভারতীয় ক্রিকেটে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ উঠেছে। আর অভিযোগের তীর তারকা ক্রিকেটার রবিচন্দ্রন আশ্বিনের দিকে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে দিন্ডিগুল ড্রাগনসের অধিনায়ক তিনি। ভারতের সাবেক এ স্পিনারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে ওই লিগেরই অন্য একটি ফ্র্যাঞ্চাইজি।

সোমবার (১৬ জুন) একাধিক ভারতীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি মাদুরাই প্যান্থার্সের বিরুদ্ধে ম্যাচ ছিল আশ্বিনের দলের। সেই ম্যাচে সহজেই ম্যাচ জেতে দিন্ডিগুল। ১৫১ রানের লক্ষ্য সহজেই তুলে নেয় আশ্বিনের দল। তিনি নিজে ২৯ বলে ৪৯ রান করেন। আর তারপরই ড্রাগন্সের বিরুদ্ধে অভিযোগ এনেছেন প্যান্থার্সের সিইও ডি পূজা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বল যখন ব্যাটের সংযোগে আসে, তখন ধাতব শব্দ পাওয়া যাচ্ছে। প্রতিপক্ষ দলের অভিযোগ সেটা হয়েছে বল টেম্পারিংয়ের জন্যই।

ওই সূত্রে দাবি করা হচ্ছে, ডিন্ডিগুলের বিরুদ্ধে আমাদের সাম্প্রতিক ম্যাচে বল টেম্পারিংয়ের গুরুতর ঘটনা ঘটেছে। সাবধান করা সত্ত্বেও ওরা বল টেম্পারিং করেছে। তোয়ালের মধ্যে কোনোরকম রাসায়নিক পদার্থ রাখা ছিল। সেটার সাহায্যে বল বিকৃত করা হয়েছে।

তবে ওই ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে কোনো প্রমাণ দেয়া হয়নি। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের পক্ষ থেকেও ওই ফ্র্যাঞ্চাইজিকে বলা হয়েছে উপযুক্ত প্রমাণ দিতে।

লিগের তরফ থেকে বলা হয়েছে, আমরা অভিযোগ পেয়েছি। আমরা তাদেরকে বলেছি প্রমাণ দিতে। যদি তাদের অভিযোগে কোনো সত্যতা থাকে, তাহলে আমরা একটা স্বাধীন কমিটি গঠন করব। কোনো প্রমাণ ছাড়া এভাবে কোনো প্লেয়ার বা ফ্র্যাঞ্চাইজির নাম বলা যায় না। আর যদি মাদুরাই কোনো প্রমাণ না দিতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, কদিন আগে মেজাজ হারিয়ে আম্পায়ারের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন ৩৮ বছর বয়সী ক্রিকেটার আশ্বিন। পরে জরিমানাও দিতে হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews