এমন পারফরম্যান্সের পর নারাইনও কৃতিত্ব দিয়েছেন গম্ভীরকে, ‘নেমে শুধু নিজেকে মেলে ধরার যে ভূমিকা, দলকে উড়ন্ত সূচনা এনে দেওয়ার চেষ্টা করা—এগুলোই মূল ব্যাপার। সাপোর্ট স্টাফের সহায়তা, বিশেষ করে জিজি (গম্ভীর) শুধু বলেছে, “গিয়ে উপভোগ করো, দলকে শুধু কয়েকটা ম্যাচ জেতানোর চেষ্টা করো। পুরো মৌসুমে এমন কিছু করতে বলছি, শুধু কয়েকটা ম্যাচে করতে বলছি।” পরামর্শটা ভালো ছিল।’

গম্ভীরের কথা বলেছেন স্পিনার বরুণ চক্রবর্তীও, ‘আমরা মৌসুমের শুরুতে পাঞ্জাব কিংসের কাছে হেরেছিলাম। গৌতম এরপর আমাদের বলেছিল, “এই হারই আমাদের ফাইনালে জেতাবে।” এখন সেটিই হলো।’

সব মিলিয়ে কলকাতায় গম্ভীরের এবার পথচলা কিছুটা ‘ফিরলাম, দেখলাম, জয় করলাম’-এর মতো ব্যাপার। তবে পরের মৌসুমেও গম্ভীরকে দলটি পাবে কি না, প্রশ্ন সেটিই। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে রাহুল দ্রাবিড় চলে যাওয়ার পর ভারতের পরবর্তী সম্ভাব্য প্রধান কোচ হিসেবে আসছে গম্ভীরের নাম। অবশ্য গম্ভীরকে রেখে দিতে সব রকম চেষ্টাই করা হবে মালিক শাহরুখ খানের পক্ষ থেকে—এমন সংবাদও এসেছে আগেই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews