ঘনিষ্ঠ দৃশ্য বা চুম্বন দৃশ্য নিয়ে নানা জনের নানা মত। এমন দৃশ্যে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করেন, কেউ করেন না। 

এ প্রসঙ্গে অভিনেত্রী কারিনা কাপুর খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ের পর চুম্বন দৃশ্যে অভিনয় করতে চান না তিনি। 

সম্প্রতি ছোটপর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য জানিয়েছিলেন, এমন কোনও দৃশ্যে তিনি অভিনয় করবেন না, যা বাড়ির লোক বা কাছের মানুষের সঙ্গে দেখলে তার অস্বস্তি হবে।। তার বিশ্বাস, স্বামী রুবেল দাসও এমন দৃশ্যে অভিনয় করবেন না।

এ প্রসঙ্গে অভিনেত্রী শ্রুতি দাস বলেন, স্বামী একই পেশায় আছে বলেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। যাতে ও আমার দিকটা বুঝতে পারে। আর স্বর্ণেন্দুই আমার মেন্টর। তাই কোনও কাজের সুযোগ এলে প্রথমে ওর সঙ্গেই আলোচনা করি।

শ্রুতি আরও বলেন, বিশ্বরূপ স্বর্ণেন্দুরও ঘনিষ্ঠ। আর আমি বলেওছিলাম, গল্পের স্বার্থে কিছু এমন দৃশ্য আছে। আমার কোনও অসুবিধা হয়নি। তবে এটা বলতে চাই, অহেতুক কোনও চিত্রনাট্যে যদি চুম্বন দৃশ্য থাকে সেটা করতে পারব না। তার সঙ্গে বিবাহিত, অবিবাহিত হওয়ার কোনও সম্পর্ক নেই।

অভিনেত্রী অহনা দত্ত বলেন, এখানে স্বামীর মতামত বা পরিবারের ভাবনার চেয়েও গুরুত্বপূর্ণ, আমি কী ভাবছি, চিত্রনাট্য অনুযায়ী কোনটা করলে ঠিক হবে। গল্পের স্বার্থে যদি আমায় গন্ধযুক্ত খাবার খেতে হয় সেটাও খেতে রাজি। সুতরাং আমার এই ধরনের কোনও বাধ্যবাধকতা নেই।

অভিনেত্রী ঊষসী রায় বললেন, আমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল, আমি ওই চরিত্র, ওই দৃশ্যকে বিশ্বাস করতে পারছি কি না। জোর করে করানো হচ্ছে বলে মনে হলে সেটা সম্ভব নয়। আর এমন অনেক সময় হয়েছে। কোনও দৃশ্যে অভিনয়ের পরে ভেবেছি বাড়িতে কে কী ভাববে। কিন্তু পরে তাঁরাই আমার মাকে ফোন করে প্রশংসা করেছেন। আর তা ছাড়া, আমার ঘনিষ্ঠদের আমার উপর পুরোপুরি আস্থা রয়েছে, এটা আমার বিশ্বাস।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews