ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘চতুর্থ শিল্প বিপ্লব সবার জন্য এক নয়। উন্নত ও বৃদ্ধ জনগোষ্ঠীর দেশের চাইতে উন্নয়নশীল ও কর্মক্ষম জনগোষ্ঠীর দেশ হিসেবে আমাদেরকে নিজেদের মতো করেই চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে হবে। এই বিপ্লবে আমরা উন্নত দেশগুলোকে হুবহু অনুকরণ করতে পারবো না। আর তাতে বাণিজ্যিক সংগঠনগুলোকে নেতৃত্ব দিতে হবে।’

শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় ডিজিটাল প্ল্যাটফর্মে বেসিসের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বেসিসের সাবেক সভাপতি এসএম কামাল, হাবিবুল্লাহ করিম, সারোয়ার আলম, বিসিএস সভাপতি মো. শাহিদ উল মুনির এবং বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বক্তব্য দেন।

মন্ত্রী বেসিসের আধুনিক ভার্সনের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ প্রযুক্তি সম্পৃক্তদের জন্য খুবই কার্যকর একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি ডিজিটাল প্রযুক্তি খাতের অন্যান্য ট্রেড বডিগুলোকে একই ধরনের ওয়েবসাইট তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব প্রদান করেন।

মন্ত্রী বলেন, ‘করোনা দেখিয়ে দিয়েছে ডিজিটালাইজেশনের প্রয়োজনীয়তার বিষয়টি। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, আইওটি কিংবা বিগডাটা অ্যানালাইসিসের মাধ্যমে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া করোনাকে অনেকটাই আয়ত্ত্বে আনতে সক্ষম হয়েছে। প্রযুক্তির ব্যবহারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। দেশের অগ্রগতিকে আরও বেগবান করতে বেসিসসহ প্রযুক্তি সম্পৃক্ত ট্রেডবডিগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।’

অনুষ্ঠানে জানানো হয়, বেসিস ওয়েবসাইটের মাধ্যমে সংগঠনটির শতকরা ৯০ ভাগ কাজ অটোমেশনের আওতায় আসবে। সদস্যগণ লগইন করে নিজ নিজ প্রোফাইল আপডেট করতে পারবেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews