বিয়ের অনুষ্ঠান থেকে অন্যায় ভাবে ছাত্রশিবির রাজশাহী মহানগরীর সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার সাজানো নাটক বলে বিবৃতি দেয়েছে ছাত্র শিবির। বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, সরকার ছাত্র শিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে দমন নিপীড়ণ ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। গতকাল কোন কারণ ছাড়াই রাজশাহী শহরের শাহমাখদুম থানার পোষ্টাল একাডেমি অডিটোরিয়মে বিয়ের অনুষ্ঠানে খাবার টেবিল থেকে শত শত মানুষের সামনে থেকে তাকে নিরস্ত্র অবস্থায় গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বিবৃতিতে বলা হয়, ছাত্র শিবিরের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এবং একজন মেধাবী ছাত্রের ভবিষ্যৎ ধ্বংসের জন্য গ্রেফতারের পর আজ তাকে জড়িয়ে পুলিশ এ অস্ত্র উদ্ধার নাটকের অবতারণা করেছে। এসব অস্ত্র উদ্ধার নাটকের সাথে পুলিশের সরাসরি সম্পৃক্ততা থাকলেও এই শিবির নেতার দূরতম কোন সম্পর্ক নেই। এ নাটক সম্পূর্ণ পরিকল্পিত ও সাজানো। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই তাকে গ্রেপ্তার করছে সরকার। আর নীতিহীন পুলিশ ঘৃন্য ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

পুলিশের এই দায়িত্বহীন কর্মকান্ড রাজনৈতিক প্রতিহিংসামূলক। নিরপরাধ একজন মেধাবী ছাত্রের প্রতি পুলিশের এই দায়িত্বহীন আচরণ কোনভাবেই গ্রহনযোগ্য নয়। নিরীহ মেধাবী ছাত্রকে অন্যায় ভাবে আটকের পর এমন নিকৃষ্ট নাটক সুগভীর ষড়যন্ত্রের অংশ বলে সচেতন দেশবাসী মনে করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নেতৃবৃন্দ বলেন, ইতিপূর্বে বহুবার পুলিশ নিরপরাধ শিবির নেতাকর্মীদের গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার ও জিহাদি বইয়ের নাটক সাজিয়েছে। যা সময়ের ব্যবধানে মিথ্যা প্রমাণ হয়েছে এবং মিথ্যাচারের জন্য পুলিশ জনগণের ধিক্কার কুড়িয়েছে। কিন্তু পুলিশ এখনো এই অস্ত্র উদ্ধার নাটক মঞ্চায়নের ধারা থেকে বেরিয়ে আসতে পারেনি। পুলিশের এই ধারাবাহিক অমানবিক দায়িত্বহীনতায় হুমকির মুখে আজ হাজারো ছাত্রের জীবন। যা কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্রশিবির আদর্শবাদী সংগঠন ও শান্তিপূর্ণ পথ চলায় বিশ্বাসী।

এসব অস্ত্র নাটকের সাথে ছাত্র শিবিরের দূরতম কোন সম্পর্ক নেই। বরং সরকারের সিমাহীন ব্যর্থতাকে আড়াল করতেই পুলিশের সহায়তায় এমন ঘৃণ্য নাটকের অবতারণা করেছে বার বার। পুলিশের এই প্রতিহিংসাপূর্ণ তামাশায় বহু মেধাবী ছাত্রের শিক্ষা জীবন আজ ধ্বংসের মুখে। আমরা অবিলম্বে এই বেআইনি কর্মকান্ড বন্ধের দাবি জানাচ্ছি।
নেতৃবৃন্দ ভবিষ্যতে এমন অন্যায় গ্রেপ্তার ও সাজানো নাটক থেকে বিরত থাকতে এবং গ্রেপ্তারকৃত শিবির নেতাকে মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি

পড়ুন :

আল্লামা সাঈদীকে ছোট ভাইয়ের জানাজায় শরিক হতে না দেয়ার নিন্দা

দীর্ঘ দিন জেলে আবদ্ধ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে প্যারোলে মুক্তি দিয়ে তার ছোট ভাই হুমায়ুন কবির সাঈদীর নামাজে জানাজায় শরিক হতে না দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম। 


গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দীর্ঘ দিন তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। কারাগারে থাকাবস্থায় তার বড় ছেলে রাফিক বিন সাঈদী এবং তার মা ইন্তেকাল করেন। এবার তার ছোট ভাই ইন্তেকাল করলেন। 


হুমায়ুন কবির সাঈদীর শেষ ইচ্ছা ছিল, তার বড় ভাই আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী তার নামাজে জানাজায় ইমামতি করবেন। তার পরিবার এবং দেশবাসী আশা করেছিলেন যে, সরকার মানবিক কারণে সাঈদীকে প্যারোলে মুক্তি দিয়ে তার ছোট ভাইয়ের নামাজে জানাজায় ইমামতি করার সুযোগ দেবেন। কিন্তু বেদনাদায়ক ঘটনা হলো, সরকার মানবিক দিক বিবেচনা না করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করল। বিজ্ঞপ্তি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews