ব্রিটেনের ক্ষমতাসীন লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। শুক্রবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি পদত্যাগপত্র প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে রুশনারা লিখেছেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি আমার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছি। লেবার সরকার গঠনে অংশ নেওয়া এবং দায়িত্ব পালন ছিল আমার জীবনের অন্যতম গর্বের বিষয়।

তিনি জানান, সাম্প্রতিক একটি প্রতিবেদনকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে বলেন, 

আমি যথাযথভাবে আইন মেনেই কাজ করেছি এবং দায়িত্ব পালন করেছি। তবে আমি বুঝতে পারছি, আমার অবস্থানে থাকা সরকারের কর্মকাণ্ডকে বিভ্রান্ত করতে পারে—এজন্যই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

চিঠিতে রুশনারা আরও উল্লেখ করেন, মন্ত্রিত্বে থাকা অবস্থায় তিনি গৃহহীনতা নিরসন, সাশ্রয়ী আবাসন, গণতন্ত্র রক্ষা, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ, যুব ভোটারদের অধিকার নিশ্চিতসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এছাড়া ইউক্রেন ও গাজা ইস্যুতে সরকারের অবস্থানকেও তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

পদত্যাগের আগে তিনি উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে সামাজিক আবাসন খাতে এক বিলিয়ন পাউন্ড বিনিয়োগ ও নীতিগত পরিবর্তনে নেতৃত্ব দেন বলেও জানান।

তবে সম্প্রতি রুশনারার বিরুদ্ধে পূর্ব লন্ডনের নিজস্ব টাউনহাউস থেকে চার ভাড়াটিয়াকে উচ্ছেদ করে বাড়িভাড়া ৭০০ পাউন্ড বাড়ানোর অভিযোগ ওঠে। এক সময় ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় সোচ্চার থাকলেও নিজেই এ ধরনের পদক্ষেপ নেওয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি বাড়ি বিক্রির জন্যই ভাড়াটিয়াদের সরিয়েছিলেন।

এই বিতর্কের প্রেক্ষাপটেই রুশনারা আলী মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন।

এসএস//




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews