ঢাকার সাভার থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মনির হোসেন সাদ্দাম (৩২) সাভার থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
শুক্রবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
এর আগে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সাভার পৌরসভার দক্ষিণ রাজাশনের ঘাসমহল এলাকা থেকে মনিরকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেফতার মনির হোসেন সাদ্দাম দক্ষিণ রাজাশনের বাসিন্দা এবং সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মনির জুলাই আন্দোলনে সাভার ও আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর সরাসরি গুলি ও হামলার নেতৃত্বে ছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে এসে আবারও নতুন করে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, গ্রেফতার মনির হোসেন সাদ্দামের বিরুদ্ধে সাভারে ছাত্র হত্যার অভিযোগ রয়েছে। শুক্রবার দুপুরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।