বৃষ্টির কারণে সোমবার কোনো বল না গড়ালেও আজ শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের চতুর্থ দিনের খেলা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশি বোলাররা। শুরুতেই তোলে নিয়েছিল দুটি উইকেট। তবে লাঞ্চের আগে ফের ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছে পাক ব্যাটাররা।

২ উইকেটে ১৮৮ রান নিয়ে আজ মাঠে নামে পাকিস্তান। দলীয় ১৯৩ রানের মাথায় ৫৬ রান করা আজহার আলীকে সাজঘরে পাঠান পেসার এবাদত হোসেন। এরপর দলীয় ১৯৭ রানে বাবর আজমকে ফেরান আরেক পেসার খালেদ হোসেন। পাক দলপতির সংগ্রহ ৭৬ রান। এরপর জুটি বেধেছেন ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান। দুজনের এরই মধ্যে গড়েছেন ৪৫ রানের জুটি।

৪ উইকেটে ২৪২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে পাকিস্তান। ফাওয়াদ আলম ১৯ ও মোহাম্মদ রিজওয়ান ২৬ রানে ব্যাট করছেন।

উল্লেখ্য, চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০-তে এগিয়ে আছে বাবররা। সিরিজ বাঁচাতে হলে ঢাকা টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের। টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews