করোনায় অসহায়দের লিটনের স্ত্রীর অন্যরকম সহযোগীতা

লিটন দাস ও তার স্ত্রী সঞ্চিতা দাস

করোনা প্রতিরোধে এগিয়ে এসেছেন লিওনেল মেসি। স্পেনের স্বাস্থ্য খাতে তিনি দান করেছেন ১ মিলিয়ন ইউরো। বাংলাদেশের ক্রিকেটাররাও তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন প্রায় সব ক্রিকেটারই। লিটন দাস যেমন ফেসবুকে নিজের অংশগ্রহণের পাশাপাশি অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এই উইকেটকিপার ব্যাটসম্যানের এই খবরের মাঝেই তার স্ত্রী সঞ্চিতা দাস দিলেন আরেক খবর।

করোনাভাইরাসের প্রভাবে দেশের বিভিন্ন এলাকা লকডাউন হয়ে যাচ্ছে। ফলে ওই এলাকার দুস্থ-অসহায়রা কর্মহীন হয়ে পড়ছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী সেই সব মানুষদের সহায়তায় এগিয়ে এসেছেন লিটনের স্ত্রী সঞ্চিতা। পলিথিনের ব্যাগে প্যাকেট করা খাবারের ছবি পোস্ট করে তিনি ফেসবুকে লিখেছেন, ‘এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য আমার নেই। আমাদের সাহায্য করারও কেউ নেই। শেষ মুহূর্তে আমরা যতখানি পেরেছি, কেনার চেষ্টা করেছি। এই কাজটা মোটেও সহজ ছিল না, অনেক ঝুঁকিপূর্ণ ছিল। কারণ এখন ঘরে নিজেকে আটকে (কোয়ারেন্টিন) রাখার সময়। দয়া করে অন্যদের সাহায্য করতে যা যা সম্ভব করুন। আপনার এ সাহায্য বাকিদের জীবনে আশীর্বাদ বয়ে আনুক।’

লিটনের স্ত্রীর ফেসবুক পোস্টসঞ্চিতার মতো লিটনও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, ‘সবাইকে আদাব ও সালাম। আপনারা সবাই জানেন করোনাভাইরাসের সংক্রমণে চারদিকে ক্রমেই ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ রোগ। এই রোগ প্রতিরোধে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যার যার জায়গা থেকে।’

নিজেদের উদ্যোগের কথা জানিয়ে লিটন বলেছেন, ‘তারই অংশ হিসেবে আমরা ক্রিকেটাররা একটা উদ্যোগ নিতে যাচ্ছি, যেটি হয়তো অনুপ্রাণিত করতে পারে আপনাদেরও। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থাকা ও গত তিন মাসে আন্তর্জাতিক ম্যাচ খেলা আমরা মোট ২৭ ক্রিকেটার এক মাসের বেতনের ৫০ শতাংশ দিয়ে একটা তহবিল গঠন করেছি। এই তহবিল ব্যয় হবে কোভিড-১৯ রোগে আক্রান্ত ও সাধারণ মানুষ, যাদের গৃহবন্দি থাকা অবস্থায় জীবন চালিয়ে নিতে অনেক কষ্ট হয়।’

ইত্তেফাক/এসআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews