হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিজারিয়ান অপারেশন করার সময় এক নারীর জরায়ু কেটে ফেলার অভিযোগ উঠেছে একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসকের বিরুদ্ধে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত নিউ মেডিল্যাব হাসপাতালে অপারেশন করার সময় এ ঘটনা ঘটে। সিজারিয়ান করা নারী উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী নাদিরা আক্তার। 

নাদিরার স্বজন সাইফুল ইসলাম রুবেল জানান, প্রসবের তারিখ নিকটে হওয়ায় নাদিরাকে নিয়ে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত নিউ মেডিল্যাব হাসপাতালে এনে ভর্তি করা হয়। বিকেলে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক সবুর হোসেন বাচ্চা প্রসবের জন্য সিজারিয়ান অপারেশন শুরু করেন।  অপারেশনের পর নাদিরার রক্তক্ষরণ শুরু হলে দেখা যায় চিকিৎসক সবুর হোসেন নাদিরার জরায়ু কেটে ফেলেন। 

এ বিষয়ে ডা. সবুর হোসেনের বলেন, অপারেশনের পর নাদিরার রক্তক্ষরণ শুরু হয়। আমরা ঘণ্টাখানেক উনাকে রক্ত দেই। ঘণ্টাখানেক পর উনার রক্তক্ষরণের পরিমাণ বেশী হলে উনার জরায়ু কাটা হয়। এসব জঠিলতা দেখা দিলে জরায়ু কাটতে হয়। এটা নরমাল ডেলিভারি বা সিজারিয়ান অপারেশন যেকোন ক্ষেত্রেই হতে পারে। 

এ বিষয়ে নিউ মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচাল সুনীল দাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।  

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ এদিকে বিকেলে এ ঘটনাটি ঘটলেও সোমবার রাতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানান। 

বিডি প্রতিদিন/হিমেল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews