সম্প্রতি ডেস্কটপ সংস্করণের জন্য ডার্ক মোড প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় প্রতিষ্ঠান ফেসবুক। এবার জানা গেছে সেই ধারাবাহিকতায় মোবাইল ব্যবহারকারীদেরও দিতে যাচ্ছে একই সুবিধা। সোশ্যাল মিডিয়া লাইব্রেরি নামের এক গণমাধ্যম প্রতিষ্ঠানের দাবি, এরই মধ্যে প্রতিষ্ঠানটি নিজেদের মোবাইল অ্যাপে এই সুবিধা সমর্থন দেওয়ার জন্য পরীক্ষা-নিরীক্ষা শুরুও করে দিয়েছে। সে জন্য সারা বিশ্বে স্বল্পসংখ্যক ফেসবুক অ্যাপ ব্যবহারকারীদের মাধ্যমে এটির পরীক্ষা চলছে। প্রমাণস্বরূপ তারা স্ক্রিনশটও দিয়েছে। তাতে সেটিং এবং প্রাইভেসি সেকশন থেকে কিভাবে ডার্ক মোড চালু করতে হবে তা দেখানো হয়েছে। ফেসবুক মালিকাধীন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জার এবং ফেসবুক লাইটেও এই সুবিধা আগে থেকেই আছে। তো মোবাইল অ্যাপে ডার্ক মোড ঠিক কবে থেকে ব্যবহার করা যাবে এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ মুখ না খুললে ধারণা করা হচ্ছে খুব শিগগির এটা সুবিধা পাওয়া যাবে।

টেকপ্রতিদিন ডেস্ক, সূত্র: দ্য ভার্জ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews