গেইমারদের নিজেদের দলে টানতে এবার কোমর বেঁধে মাঠে নেমেছে ফেইসবুক। আর তাই গেইমারদের জন্য নতুন প্ল্যাটফর্ম আনার পর এবার লাইভ ভিডিও গেইম শো নামে আরো একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দিয়েছে ফেইসবুক। নতুন এ প্ল্যাটফর্মটিতে গেইম ও ভিডিও কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিভিন্ন গেইম শো পরিচালনার পাশাপাশি নিজেদের তৈরি ভিডিও প্রকাশ করতে পারবেন। শুধু তা-ই নয়, নিজেদের তৈরি কনটেন্ট ও ভিডিও সম্পর্কে অন্য ব্যক্তিদের মতামত জানতে জরিপ পরিচালনার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করতে পারবেন। আগামী দিনে সঠিক উত্তরদাতাদের জন্য প্ল্যাটফর্মটিতে পুরস্কার দেওয়ার সুযোগও চালু করা হবে। উল্লেখ্য, এ মাসের শুরুতে fb.gg নামে অনলাইনে ভিডিও গেইম স্ট্রিমিং পোর্টাল চালু করে ফেইসবুক। প্ল্যাটফর্মটিতে ফেইসবুকে বিনিময় করা বিভিন্ন গেইমের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি জনপ্রিয় গেইমগুলোও খেলার সুযোগ মিলে থাকে। তরুণ-তরুণীদের অনলাইনে আরো বেশি সময় ধরে রাখতেই এই উদ্যোগ। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের তরুণ-তরুণীদের কাছে ফেইসবুকের তুলনায় ইউটিউব বেশি জনপ্রিয়। শুধু তা-ই নয়, ধীরে ধীরে কমছে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যাও। আর তাই নিজেদের হারানো জনপ্রিয়তা ফিরে পেতেই এ উদ্যোগ নিয়েছে ফেইসবুক।

► টেক প্রতিদিন ডেস্ক

সূত্র : মেইল অনলাইন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews