জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় (এনসিপিসি) চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর রানার্সআপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আজ শনিবার ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) দিনব্যাপী আয়োজন শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।

১১টি সমস্যার মধ্যে নয়টির সমাধান করে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ_সোয়াম্পফায়ার’ দল। আর আটটি সমস্যা সমাধান করে প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয় যথাক্রমে বুয়েটের ‘বুয়েট_হেলবেন্ট’ ও ‘সমাহিত’। সাতটি সমস্যা সমাধান করে চতুর্থ ও পঞ্চম হয়েছে যথাক্রমে বুয়েটের ‘বুয়েট_ফ্র্যাক্টালস’ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট স্লোফুরিয়ারফ্রানসটরম’। প্রতিযোগিতার আয়োজক ছিল বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

শনিবার সকাল নয়টা থেকে পাঁচ ঘণ্টার প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হয়। এতে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (আইওআই) অংশগ্রহণকারী তিনটি দলসহ দেশের ৭৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫০টি দল অংশগ্রহণ করে। বিকেল চারটার দিকে এমআইএসটি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী শুরু হয়। স্বাগত বক্তব্য দেন এমআইএসটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাই্দ আহমেদ বলেন, ‘প্রযুক্তিতে আমরা দেশীয় সমস্যা সমাধানে নিজেদের দক্ষ জনশক্তিকে কাজে লাগাচ্ছি। বৈশ্বিক সমস্যা সমাধানেও আমাদের প্রযুক্তিতে দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে চাই। তাই পদার্থ-রসায়নের পাশাপাশি আমরা যদি প্রোগ্রামিং না শিখি তবে লক্ষ্যে পৌঁছাতে পারব না।’ তিনি আরও বলেন, দেশে সাইবার সিকিউরিটিতে দক্ষ জনবল তৈরি করতে এমআইএসটিতে ২৭ কোটি টাকা ব্যয়ে সাইবার রেঞ্জ (সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ) স্থাপন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সহসভাপতি মুশফিকুর রহিম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews