তিনশোর্ধ্ব রানের আধুনিক ওয়ানডেতে হয়তো কথাটা বেমানান। তবে রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামের ক্ষেত্রে তা নয়। সাম্প্রতিক অতীতের কারণেই ওয়ানডেতে কলম্বোর এ মাঠ ২৪৪ রানকেও নিরাপদ দাবি করতে পারে।
শ্রীলঙ্কার বিপক্ষে কাল প্রথম ওয়ানডের হারে অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের এই যুক্তির আড়াল নেওয়ার সুযোগ নেই। গতকাল বাংলাদেশ, শ্রীলঙ্কা দুই দলের অধিনায়কই বলেছিলেন, প্রেমাদাসার উইকেট এবার ব্যাটিংয়ের জন্য ভালো হবে। তাঁদের কথা ভুল মনে হয়নি আজ। নইলে বাংলাদেশের সব ব্যাটসম্যান মিলে যেখানে ১৬৭ রান করে ৭৭ রানে ম্যাচ হারলেন, সেই উইকেটেই কীভাবে সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা, বাংলাদেশ ওপেনার তানজিদ হাসানই–বা কীভাবে ৫১ বলে ফিফটি করে খেলেন ৬২ বলে ৬১ রানের ইনিংস!